জামুড়িয়া : স্কুটিতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো ইসিএলের এক ডাম্পার অপারেটারের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল জামুড়িয়া থানার ১৯ নম্বর জাতীয় সড়কে ডিভিসি মোড়ে।
জামুড়িয়া থানার কালিপাহাড়ি গোবিন্দপুরের বাসিন্দা মৃত ডাম্পার অপারেটারের নাম গুরনাম সিং (৫২)। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে ডাম্পার অপারেটারের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জামুড়িয়ার গোবিন্দনগরের বাসিন্দা গুরনাম সিং ইসিএলের শোনপুর বাজারির এসবি প্রজেক্টের ডাম্পার অপারেটারের কাজ করতেন। সোমবার দুপুরে তিনি স্কুটি নিয়ে বাজার করে বাড়ি আসছিলেন। সেই সময় জামুড়িয়া থানার ডিভিসি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক ইসিএলের কর্মীর স্কুটিতে ধাক্কা মারে। তাতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোলের কাল্লায় ইসিএলের
সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে।
Be First to Comment