সালানপুর : আসানসোলের সালানপুরে ইসিএলের ডাবর কোলিয়ারির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সামডি গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে এই বিক্ষোভ দেখানো শুরু হয়।
বিক্ষোভকারীদের দাবি, সামডি গ্রামের শ্মশান রয়েছে। সেই শ্মশানকে ইসিএল কর্তৃপক্ষ নষ্ট করে দিতে চাইছে। ইসিএল সেখান থেকে কয়লা উত্তোলন করতে চাইছে। যার ফলে সামডি গ্রামের একমাত্র শ্মশানটি বন্ধ হয়ে যেতে পারে। গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেখানেই মৃতদেহ সৎকারের কাজ করে আসছেন। আর সেই শ্মশানটি ইসিএল কর্তৃপক্ষ নিতে চাইলে সামডি গ্রামের বাসিন্দারা কোনমতেই হতে তা দেবে না।
তাদের আরো দাবি, এই শ্মশান যদি ভেঙে দেওয়া বা নষ্ট করে দেওয়া হয় তাহলে তাদেরকে তার বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। নচেৎ এই শ্মশানকে নষ্ট করে কোলিয়ারি কর্তৃপক্ষকে কয়লা উত্তোলন করতে দেবে না। আর এর জন্যই তারা এদিন সকাল থেকেই ডাবর কোলিয়ারির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় ।
এদিন তারা বলেন, বারংবার ইসিএলের উচ্চ পদস্থ আধিকারিককে জানিয়েও কোনও লাভ হয়নি। তারপরেও ইসিএল কর্তৃপক্ষ সামডি গ্রামের বাসিন্দাদের না জানিয়ে শ্মশানের জায়গা কেটে কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত করছে।
এদিন সকালে সামডি গ্রামের শতাধিক মানুষ সামডি শ্মশান সংলগ্ন কোলিয়ারিতে এসে কোলিয়ারির কাজ বন্ধ করে দেন। স্বাভাবিক ভাবেই কোলিয়ারি চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় ইসিএলের তরফে কোনও আধিকারিক কোলিয়ারিতে দেখা যায় নি বা কেউ সেখানে পৌঁছাননি। এদিনের বিক্ষোভ ও গ্রামবাসীদের অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে গ্রামের বাসিন্দা সমাজসেবী স্বপন মন্ডল বলেন, আমাদের পক্ষ থেকে এর আগে দুবার এই ব্যাপারে লিখিতভাবে ইসিএল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু তবুও জোর করে বলপূর্বক ইসিএল এই শ্মশানটিকে নিয়ে নিতে চাইছে। আমাদের বক্তব্য, যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ কাজ বন্ধ থাকবে।
Be First to Comment