আসানসোল : মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে শনিবার সবমিলিয়ে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হল।
গত দুদিনের মতো শনিবার মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ একই রাখা হয়েছে। সেখান থেকে জল ছাড়া হয়েছে ৬ হাজার কিউসেক। আর এদিন পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ ৭ হাজার কিউসেক বাড়াল ডিভিআরআরসি বা দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি।
বৃহস্পতিবার ও শুক্রবারের মতো এদিন সকালের পর থেকে ৬ হাজার কিউসেক করে জল ছাড়া হচ্ছে মাইথন থেকে। আর পাঞ্চেত থেকে এদিন জল ছাড়া হয়েছে ৩৪ হাজার কিউসেক। শুক্রবার তা ছিল ২৭ হাজার কিউসেক ।

এই প্রসঙ্গে এদিন ডিভিআরআরসির সদস্য সচিব শশী রাকেশ বলেন, শনিবার সকাল সাড়ে দশটা থেকে দুই জলাধার মিলিয়ে মোট ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
ডিভিআরআরসির তরফে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিমাণ জলই আপাতত ছাড়া হবে ।
ডিভিসি সূত্রে আরও জানা গেছে, শনিবার বিকেলে মাইথন ও পাঞ্চেতের জলস্তর বিপদসীমার বেশ কয়েক ফুট নিচে রয়েছে।




Be First to Comment