সালানপুর: জল ছাড়ল ডিভিসি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৮ এবং ১৯ জুন ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা-সহ ধানবাদ অঞ্চলে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার কথা বিবেচনা করে সেন্ট্রাল ওয়াটার কমিশনের নির্দেশ অনুযায়ী ডিভিসি কর্তৃপক্ষ মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু করল। জানা গেছে, মাইথন থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৩৪ হাজার কিউসেক পরিমাণে জল ছাড়া হচ্ছে।
ভারী বর্ষণের ফলে এই দুটি জলাধারে যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেই জন্য ডিভিসি কর্তৃপক্ষ এই জল ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করছেন বলে জানা গেছে।



Be First to Comment