দুর্গাপুর: দিল্লিকে ছাড়িয়ে গেল দুর্গাপুরের দূষণ, অনেক দেরিতে ঘুম ভাঙল প্রশাসনের। ভয়াবহ দূষণের কারণে একাধিক কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
দুর্গাপুরের আকাশ প্রতিদিনই ঢেকে থাকে বিভিন্ন কলকারখানার নির্গত কালো ধোঁয়ায়। দরজা-জানলা বন্ধ রাখলেও কালো ছাই ঢুকে পড়ছে বাড়ির ভেতরে। মানুষের জীবনযাত্রা কার্যত দম বন্ধ পরিস্থিতির মধ্যে চলছে।
বুধবার দিল্লির বায়ুদূষণের মাত্রা (একিউআই) ছিল ৩৯৪, অথচ দুর্গাপুরে সেই মাত্রা ছাড়িয়েছে ৪৫৩। এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে চিন্তিত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দুর্গাপুর প্রশাসন। কারখানা বন্ধের নির্দেশ জারি করলেও এতদিন ধরে সমস্যাটি কার্যত উপেক্ষিত ছিল।
শীত পড়তেই শিল্পাঞ্চলের দূষণ আরও প্রকট হয়েছে। পুকুরের জল, বাড়ির ছাদ, এমনকি উঠানেও কালো ছাই জমছে। সন্ধ্যার পর বাইরে বেরোনো দুষ্কর হয়ে উঠেছে।
এই দূষণের ফলে আট থেকে আশি—সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন। চর্মরোগ, চোখের সমস্যা, সর্দি-কাশি ছাড়াও দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, ক্যান্সার এবং পেটের রোগ বাড়ছে। দূষণের এই বাড়বাড়ন্তে বাসিন্দাদের মধ্যে বাড়ছে অসন্তোষ, অথচ এখনো স্থায়ী সমাধানের অপেক্ষায় দিন গুনছে দুর্গাপুর।
Be First to Comment