অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : ‘রক্তের কোনো বিকল্প নেই, রক্তদান জীবনদান’…এই মন্ত্র সামনে রেখেই দুর্গাপুরের মানুষের পাশে থাকার শপথে সামাজিক সংগঠন ‘স্বপ্নউড়ান’।
শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল দুর্গাপুর ‘স্বপ্নউড়ান’-এর উদ্যোগে। এ ছাড়াও বিভিন্ন স্কুলের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক (ICSE) এবং (CBSE) বোর্ড এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার্থীদের (প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী) সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দুটি কর্মসূচিতেই সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখের পড়ার মতো।
শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হয় অনুষ্ঠান। দুর্গাপুর জোনালসেন্টারের শ্যামমন্দিরের কনফারেন্স রুমের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি , পুরুলিয়ার (সদর ) বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, কেন্দ্রীয় জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ এবং টিএন হাই স্কুলের প্রাক্তন শিক্ষকরা।

‘;স্বপ্নউড়ান’-এর এই অনুষ্ঠান সম্পর্কে স্বপ্ন উড়ানের সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষের সহযোগিতা পেয়েছি। শুধু এই রক্তদান শিবির নয়, আমরা সারা বছরই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছি। আগামী দিনেও তার কোনো ব্য়তিক্রম হবে না।”

এই রক্তদান শিবিরে রক্তদান করেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর কথায়, “রক্তপাত নয়, চাই রক্তদান – এই বার্তাকে সামনে রেখে, বিশ্ব রক্তদাতা দিবসে, দুর্গাপুরে স্বপ্নউড়ান সামাজিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরে, রক্তদান করলাম।”



Be First to Comment