দুর্গাপুর : উচ্চমাধ্যমিকে ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি ফিরে ঘরে ওড়ানায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ছাত্রী।
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত পুরসভার ২৮ নং ওয়ার্ড দেশবন্ধু কলোনি সংলগ্ন ঘুসিক ডাঙা এলাকারঘটনা।
এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে। পরিবারের দাবি, কোনও অশান্তি হয়নি, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে পড়তে বসতে যায়। কিছুক্ষন পর অনেক ডাকাডাকি করে সাড়া না মেলায় শেষে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন কবিতা কুমারী রজক নামে ওই উচ্চমাধ্যমিক ছাত্রী ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
খবর পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ এসে কবিতার নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।





Be First to Comment