অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : দুর্গাপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে অন্তর্গত হিন্দ কলোনির রাস্তা সংস্কার নিয়ে ‘আমরা-ওরা’ রাজনীতি শুরু হয়ে গেল, বঞ্চিত বাসিন্দারা ।
পিসিবিএল কারখানার পেছনের দিকে হিন্দ কলোনির প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সরকারি স্তরে কাজ হয়নি, শেষ পর্যন্ত স্থানীয় প্রাক্তন কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক সবার কাছে বারবার জানানো সত্বেও কেউ পাত্তা দেননি। তাই ওই হিন্দ কলোনির বাসিন্দারা স্থানীয় বিজেপির নেতৃত্বের দ্বারস্থ হন । তাঁদের পরামর্শ মতো পিসিবিএল কারখানার কর্তৃপক্ষের কাছে আর্জি জানান ।
যেহেতু এই কলোনিটি পিসিবিএল কারখানার প্রাচীর লাগোয়া হওয়ার জন্য কারখানার কর্তৃপক্ষ তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না । সেই অনুযায়ী কারখানার কর্তৃপক্ষের দায়িত্বে ওই হিন্দ কলোনির রাস্তার সংস্কারের কাজ শুরু হয় । কিন্তু সংস্কার শুরু হওয়ার দুই দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। কিন্তু শুক্রবার কংক্রিটের কাজ শুরু হওয়ার মুখে সেই কাজ বন্ধ হয়ে যায়। এমন ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেন তারা।

তাঁদের অভিযোগ, কাজ বন্ধ করিয়েছেন এলাকার হতাশাগ্রস্থ এক তৃণমূল নেতা। তাদের অভিযোগ, ওই তৃণমূল নেতা তাঁর প্রভাব খাটিয়ে, কারখানার কর্তৃপক্ষের উপর চাপ দিয়ে রাস্তার কাজ বন্ধ করা হয়েছে ।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা নামলেই এই রাস্তা জলে ডুবে যায়। বস্তির ঘরে ঘরে জল ঢুকে যায়। এরই মধ্যে একটি নিকাশি নালা আরও বিপদজনক ।
এদিন বিক্ষোভের জেরে কারখানার গেট দীর্ঘক্ষণ বন্ধ থাকে। শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ ৬ জুনের পর ফের রাস্তা সংস্কারের কাজ শুরুর প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কৌশিক মুখোপাধ্যায় জানান, যেহেতু আদর্শ নির্বাচন বিধি কার্যকর রয়েছে তাই কাজটা এখন বন্ধ রাখতে হচ্ছে । ৬ জুনের পর রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, বেহাল রাস্তার জন্য বেহাল অবস্থা হিন্দ কলোনির বাসিন্দাদের । বেসরকারি কারখানার কর্তৃপক্ষ ওই রাস্তা সংস্কারে এগিয়ে এলেও তাতেও বাধা দিচ্ছে তৃণমূল নেতা । এমন জঘন্য মানসিকতা ভাবতেই অবাক লাগে ।



Be First to Comment