অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : দুর্গাপুর শহরকে পরিষ্কার রাখতে দুর্গাপুর নগর নিগমের নতুন উদ্যোগ।
রাস্তায় পড়ে থাকা শুকনো পাতা, ধুলো, বালি সহ অন্য জঞ্জাল সাফাই করতে ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তির ” লিফ এ্যান্ড গারবেজ সাকশন মেশিন “।
রাজ্যে প্রথম কোন পুরসভা বা পুরনিগম শহর পরিষ্কার করতে এই ধরনের আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করতে চলেছে বলে দাবি করা হয়েছে। বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে এক অনুষ্ঠানে রাজ্যের প্রথম পুরসভা বা পুরনিগম হিসেবে ব্যবহৃত হওয়া প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয় করে কেনা এই মেশিনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এই প্রসঙ্গে দুর্গাপুর পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়াপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, আধুনিক প্রযুক্তির
‘লিভ এন্ড গারবেজ সাকশন মেশিন‘ এর এদিন উদ্বোধন করা হয়েছে। এই মেশিন পুনেতে ব্যবহার করা হয় বলে আমি জানতে পেরেছিলাম ২০২৩ সালে। তারপরই দূর্গাপুরে এই মেশিন আনার ব্যাপারে আলোচনা করি। সেই মতো এই মেশিন আনা হয়।
তিনি আরো বলেন, সাড়ে ৭৪ লক্ষ টাকা দাম এই মেশিনের। যে কোম্পানি এই মেশিন দিয়েছে তারা ৫ বছর মেশিনের রক্ষনা বেক্ষন করবে। সব মিলিয়ে ব্যয় হবে প্রায় ৮০ লক্ষ টাকা। ওই কোম্পানির তরফে পুর কর্মীদেরকে মেশিন চালানোর জন্য প্রশিক্ষণ দেবে বলে তারা জানিয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ছাড়াও বোর্ডের সদস্য রাখি তেওয়ারি, ধর্মেন্দ্র যাদব সহ পুরনিগমের আধিকারিকরা।




Be First to Comment