অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : অপহৃত না ফুসলিয়ে পাচার করা হয়েছিল ? এর পাশাপাশি প্রশ্ন উঠছে, দুর্গাপুর কি মেয়ে পাচারকারীরা সক্রিয় ? তাহলে সেই নিয়ে পুলিশের ভূমিকা কী ?
দুর্গাপুরের এক নাবালিকাকে উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করে আনতে সক্ষম হল দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়ির পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, চলতি মে মাসের ১৪ তারিখে দুর্গাপুরে বেনাচিতি ধুনরা প্লটের বাসিন্দা ষোলো বছরের ওই নাবালিকা দুপুর বেলায় বাজারে কিছু কিনতে বাড়ি থেকে একাই বের হয়।

এরপর দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও সে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন, ওই নাবালিকার বাবা মা দুশ্চিন্তা করতে থাকেন । সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন জায়গায় খবর নেওয়া হয়, আত্বীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেও খবর পাওয়া যায়নি।চারিদিকে খোঁজ করেও সন্ধান না মেলায় পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েন। এরপর তাঁরা দুর্গাপুর থানার অন্তর্গত এ-জোন ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ । বিভিন্ন সূত্র মারফত তথ্য সংগ্রহ করে এবং মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে নাবালিকার সন্ধান পেয়ে দুর্গাপুরের পুলিশ সোজা উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় ।
উত্তরপ্রদেশের মদনাপুর থানার অন্তর্গত সাহাজাহানপুরে একটি গ্রামে ওই নাবালিকার খোঁজ মেলে। দুর্গাপুর থানার পুলিশ এরপর মদনাপুর থানার পুলিশের সাথে যোগাযোগ করে এবং সহযোগিতায় ওই নাবালিকাকে সেই গ্রাম থেকে উদ্ধার করে দুর্গাপুরে নিয়ে আসে সোমবার।
পুলিশ জানায়, যারা ওই নাবালিকাকে নিয়ে গিয়েছিল তারা পুলিশ আসার খবর পেয়ে ওই এলাকা থেকে পালিয়ে যায় । তবে পুলিশ তদন্ত জারি রেখেছে, এর নেপথ্যে যে বা যারা আছে তাদের খুব শীঘ্রই পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে ।



Be First to Comment