Press "Enter" to skip to content

বেকারদের কাছ থেকে মোটা টাকা নিয়ে দুর্গাপুরে গ্রাফাইট কারখানার চাকরি বিক্রি, প্রভাবশালী কর্মীর বিরুদ্ধে ইডি-কে চিঠি বিধায়কদের, নিশানায় এক মন্ত্রীও

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: বহিরাগত বেকার যুবকদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে চিঠি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। দুর্গাপুরে সগড়ভাঙ্গায় বেসরকারি গ্রাফাইট কারখানায় এ ধরনের নিয়োগ নিয়ে বেশ কয়েক দিন ধরেই চাপানউতোর চলছে। এরই মধ্যে সরাসরি দুর্নীতিতে জড়িতর নাম উল্লেখ করে কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিলেন বিধায়ক।

ইডি-র উদ্দেশে চিঠিতে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই লেখেন, “দুর্গাপুরের সগড়ভাঙায় অবস্থিত গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানায় নিয়োগ নিয়ে দুর্নীতি চলছে। বর্ধমান জেলার বাইরে থেকে বেকার যুবকদের নিয়োগের জন্য চাকরি প্রতি সীমাহীন নগদ (৬ লাখ টাকা) নেওয়ার কথা জানা গিয়েছে। শেখ রমজান নামে এই কারখানার একজন স্থায়ী কর্মচারী এই নিয়োগ দুর্নীতি চক্রে জড়িত। দীর্ঘদিন ধরেই এই রমজান তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের সঙ্গে যুক্ত এবং রাজ্যের শ্রমমন্ত্রীর (মলয় ঘটক) সহায়তায় তিনি এই টাকার বিনিময়ে চাকরি বিক্রির কারবার চালিয়ে যাচ্ছেন।”

বিধায়ক চিঠিতে আরও লেখেন, “গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড একটি গ্রাফাইট লেড উৎপাদনকারী ইউনিট। এখান থেকে বিশাল আকারে দূষণ ছড়ায়। যা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। কোম্পানিকে ব্ল্যাক মেল ​​করে চলেছেন তৃণমূল ইউনিয়নের এই প্রভাবশালী ব্যক্তি শেখ রমজান। তিনি মাটি ও বায়ু দূষণ সম্পর্কে বাসিন্দাদের অভিযোগ ঢাকতে কোম্পানির কাছ থেকে টাকাও আদায় করেন।”

উল্লেখ্য, এই গ্রাফাইট কারখানাকে ঘিরে ২৮ নম্বর এবং ২৯ নম্বর ওয়ার্ড বেশ কয়েক বছর ধরে রাজনীতি চলে আসছে । এই কারখানায় চাকরি দেওয়ার নাম করে বহু বেকার যুবকদের কাছ থেকে মোটা টাকা নিয়ে রেখেছে নেতারা, এমন অভিযোগ সগড়ভাঙ্গায় কান পাতলেই শোনা যায় ।

অভিযোগ, এক মন্ত্রীর ভাগ্নে, এক বিধায়কের বাঁকুড়া নিবাসী আত্মীয়, দুর্গাপুর কর্পোরেশনের এক নেতার ছেলে, ডিপিএলের এক কাউন্সিলরের ছেলে-সহ আসানসোল,উখরা, জামুরিয়া , রানিগঞ্জ প্রভৃতি এলাকা থেকে পিছনের দরজা দিয়ে গ্রাফাইট কারখানায় গত ১২ বছর ধরে কর্মী নিয়োগ করা হয়েছে।

বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই আরও অভিযোগ তোলেন, তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত করেছেন কারখানা কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। স্থানীয় বেকার যুবকরা কাজের দাবি করলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয়দের আধার ও ভোটার কার্ড দেখলেই সরাসরি কাজ নেই বলা হচ্ছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *