অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : সগড়ভাঙার গ্রাফাইট কারখানায় বহিরাগতরা কাজ করছে আর তৃণমূল কর্মীরা স্থানীয় হয়েও কাজ পাচ্ছে না, এই ইস্যুতে এ বার কারখানার গেটে আন্দোলন দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা ।
সগড়ভাঙার তৃণমূল কর্মী-সমর্থকরা মঙ্গলবার সকালে দলীয় পতাকা নিয়ে গ্রাফাইট কারখানার গেটের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । পার্শ্ববর্তী এলাকা অন্ডাল, জামুরিয়া, রানিগঞ্জ, আসানসোল এবং ভিন জেলা বাঁকুড়া থেকে আসা ঠিকা শ্রমিকদের দেখা মাত্রই পথ আটকে কারখানার গেটে ঢুকতে দিতে বাধা দেয় ।
কারখানার গেটের নিরাপত্তা রক্ষীরা গেট খুলতে গেলে তাঁদের সঙ্গেও দ্বন্দ্ব বেঁধে যায় । ওই বিক্ষোভকারী তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, দুর্গাপুরের কোকওভেন থানা এলাকা, দুর্গাপুর পুরসভার ২৮ এবং ২৯ নম্বর ওয়ার্ডের সগড়ভাঙার তৃণমূল কর্মী-সমর্থকরা এই কারখানায় কাজ পাচ্ছেন না । অথচ বাইরের থেকে লোক এসে কাজ করছে এখানে ।

তাই তাঁরা এ দিন সকালে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কারখানার গেটের সামনে হাজির হন, এবং পার্শ্ববর্তী মহকুমা এবং ভিন জেলার ঠিকা শ্রমিকদের দেখা মাত্রই তাঁদের পথ আটকে দিতে থাকেন ।
বিক্ষোভকারী তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, বহিরাগতরা কাজ করছে আর তৃণমূল কর্মীরা স্থানীয় হয়েও কাজ পাচ্ছে না। তারা কি আঙুল চুষবে ? তাঁরা এই বিষয়টি আইএনটিটিইউসি নেতৃত্বকে জানিয়েও ফল পাননি ।
তাই তাঁরা বাধ্য হয়েই সকাল থেকে কারখানার গেট আটকে প্রতিবাদে সামিল হয়ে বহিরাগত শ্রমিকদের আটকে দেন। কারখানার গেট পাস নেই এবং যারা গ্যাং পাস নিয়ে ৩০০/৩৫০ জন প্রজেক্টের শ্রমিক ঢুকছেন, এমন শ্রমিকদের তাঁরা ভিতরে ঢুকতে দিতে রাজি নন । তাই তাঁরা ওই শ্রামিকদের ভিতরে ঢুকতে দেবেন না। তাঁদের বক্তব্য, গেটে স্বাক্ষর করে যাঁরা ঢোকেন, তাঁরা অধিকাংশ বহিরাগত ।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ তৃণমূলীরাই প্রমাণ করে দিলো , গ্রাফাইট কারখানায় বহিরাগতরাই কাজ করছে । বিজেপিকে আর পথে নামতে হল না, তৃণমূল কর্মীরাই গেট আটকে বহিরাগতদের আটক করে বুঝিয়ে দিল, যেসব নেতারা টাকার বিনিময়ে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দিয়েছে,
আগামীদিনে সেইসব তৃণমূল নেতাদের কপালে দুঃখ আছে ।”
এ দিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের কাজ দেওয়া যাবে না ।




Be First to Comment