মহকুমা শাসকের কাছে বিজেপির প্রতিনিধি দল। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: দুর্গাপুরে সগড়ভাঙ্গায় বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানায় স্থানীয় তৃণমূল নেতারা ‘কোটা’ ভাগ করে ১০জন শ্রমিক নিয়োগ করেছেন বলে অভিযোগ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর কী ভাবে ১০ জন শ্রমিক নিয়োগ করা হল, সেই নিয়ে প্রতিবাদ জানান বিজেপির নেতা-কর্মীরা।
এ বার সেই অভিযোগে দুর্গাপুর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বিজেপি নেতারা । তাঁদের অভিযোগ, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর গ্রাফাইট কারখানায় কী ভাবে ১০ জন শ্রমিককে করা হল। বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, মহকুমা শাসক তাঁদের জানিয়েছেন, গ্রাফাইট কারখানার কর্তৃপক্ষকে ডেকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে, লোকসভা নির্বাচনের নিয়মনীতি বিষয়ে অবগতি করে বলা হবে ওই ১০ জন শ্রমিক, যাঁদের নির্বাচন ঘোষণার পর নিয়োগ করা হয়েছে, তাঁদের বসিয়ে দেওয়ার জন্য ।

বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই, জেলার বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়দের অভিযোগ, স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে কারখানার সামনে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সর্মথকরা ।
বিক্ষোভ দেখানোর সময় গেট ঠেলে কারখানার ভেতর ঢুকতে গেলে শুরু হয় ব্যাপক উত্তেজনা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী।
উল্লেখ্য, এই গ্রাফাইট কারখানাকে ঘিরে ২৮ নম্বর এবং ২৯ নম্বর ওয়ার্ড বেশ কয়েক বছর ধরে রাজনীতি চলে আসছে।
বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদে এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে সোমবার বিকেলে সগড়ভাঙা কলোনি মাঝের মোড় থেকে কয়েক হাজার লোক নিয়ে গ্রাফাইট কারখানা গেট পর্যন্ত মিছিল করে বিজেপি।
মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দত্ত প্রমুখ। কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক এই বিক্ষোভে যোগ দেন।
উল্লেখ্য,এই গ্রাফাইট কারখানাটি দুর্গাপুর পশ্চিমে অবস্থিত। অথচ দুর্গাপুর পশ্চিমের বিধায়ককে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে অন্ধকারে রেখে তৃণমূল নেতারা গোপনে লোক নিয়োগ করছেন বলে অভিযোগ বিজেপির ।
বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ তোলেন, তৃণমূলের সঙ্গে গোপন আঁতাঁত করেছেন কারখানা কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে।




Be First to Comment