অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : দোল উৎসব আর কয়েকটা দিন পর । দোল উৎসব মানেই রঙের উৎসব । এই বছর দোলের উৎসব কিছুদিন বাকি থাকতেই বুধবার প্রাক দোল উৎসবে মাতলেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র-ছাত্রীরা।
কলেজের প্রিন্সিপাল জানান, বসন্ত উৎসবকে মাথায় রেখে শান্তিনিকেতনের আদলে মুক্ত আকাশের নিচে রঙের উৎসব পালন করলেন ছাত্রছাত্রীরা।
শুধুমাত্র আবির খেলাই নয়, তার সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বেশ কিছুদিন আগে রঙের উৎসবকে উদ্দেশ্য করে “পথ আলপনার” প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলেও তিনি জানান।
এ দিন শুধু কলেজ পড়ুয়ারা নন এই প্রাক দোল উৎসবে অংশগ্রহণ করেছিলেন কলেজের প্রাক্তনীরাও।
Be First to Comment