দুর্গাপুর: রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন । জমিকে কেন্দ্র করে দুর্নীতি চলছে, এমন অভিযোগ তুলে আগামী ১১ ডিসেম্বর রাজ্য জুড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেস।
সেই অনুযায়ী দুর্গাপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ব্যাপক দুর্নীতি হচ্ছে, তারই প্রতিবাদে ও দূর্নীতি বন্ধ করার দাবিতে রাজ্য প্রদেশ কংগ্রেসের ডাকে দুর্গাপুরে এসডিএল এন্ড এলআরও অফিসে বুধবার ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে দুর্গাপুরের ১ নং ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলী, ২ নং সভাপতি সৌমেন বাউরী, ৩ নং সভাপতি অশোক শাসমল, ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদারের নেতৃত্বে কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঘেরাও বিক্ষোভের এসডিএলআরওকে দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় কংগ্রেসের তরফে।

তাদের বক্তব্য, বেআইনি লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে। এর ফলে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। এ ছাড়া, বিএলআরও দফতরগুলিতে প্রশাসনের মদতে ‘দালাল-চক্র’, বেআইনি ভাবে জমির রেকর্ড বদল, সরকারি খাস জমি দখল এবং বেআইনি ভাবে বিক্রির মতো নানা অভিযোগও রয়েছে ।
কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, দুর্গাপুরে বিএলআর ও অফিস পুরোপুরি দুর্নীতিতে ভরে গেছে । তৃণমূলের নির্দেশে চলছে বিএলআরও অফিস । বেআইনি ভাবে পুকুর ভরাট করে ফ্লাট তৈরি করা হচ্ছে, খাস জমি বেআইনিভাবে রেকর্ডভুক্ত করা হচ্ছে, ন্যায্য জমি মিউটেশন হচ্ছে না, দালাল চক্র চালাচ্ছে এই বিএলআরও । এই অবস্থায় চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ।




Be First to Comment