অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : বাংলা নববর্ষের দিন সকালে একবারে অন্য রকম চেহারায় দেখা গেল দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে তৃণমুল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে।
বাংলা নতুন বছরের একবারে প্রথম দিনে সমাজের পিছিয়ে পড়া কুষ্ঠ কলোনিতে সময় কাটালেন শাসক দলের প্রার্থী কীর্তি আজাদ।
কুষ্ঠ কলোনির বাসিন্দাদের তিনি নিজের হাতে খাবার পরিবেশনও করলেন। দুর্গাপুরে নামো সগড়ভাঙা গ্রাম থেকে তিন কিমি দূরে রয়েছে কুষ্ঠ কলোনি। ওই কলোনিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী ।

সেই সম্পর্কে কীর্তি আজাদ বলেন, “আজ নতুন বছরের প্রথম দিন। আমাদের মত সমাজের প্রত্যেকটা মানুষ হই-হুল্লোড় করে এই দিনটা কাটান। কিন্তু এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার মানুষ খুব কম। আজ আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই কুষ্ঠ কলোনিতে এসেছি। কোনো রাজনীতি করতে আসিনি।”
নিজের হাতে খাবার পরিবেশন করেন কুষ্ঠ কলোনির লোকজনদের। পরে তিনি বলেন, “তাদের সঙ্গে মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।”
তাঁর সঙ্গে ছিলেন, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
তাঁরা ওই কলোনির বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। মন্ত্রী ও জেলা সভাপতিও দলের প্রার্থীর সঙ্গে নিজেদের হাতে তাঁদের খাবার পরিবেশন করেন।




Be First to Comment