অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে বিশেষ কর্মসূচি অটোরিকসা শ্রমিক ও মালিকদের। উল্লেখযোগ্য বিষয় হল, তৃণমূল প্রার্থী ও নেতানেত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে প্রায় ৭০০ অটো এই অনুষ্ঠানে অংশ নিল ।
দুর্গাপুর অটোরিকসা অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক সজল নন্দীর উদ্যোগে আজ, মঙ্গলবার সিটি সেন্টার ব্যাবস্ট্যান্ডে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে বিশাল জনসভা করা হল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি অভিজিৎ ঘটক, ভাতারের তৃণমূল বিধায়ক এবং এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মণ্ডল- সহ তৃণমূল নেতৃত্ব ।


সজল নন্দী’র বক্তব্য, “তৃণমূল প্রার্থীকে জেতাতে একটি কাঠবিড়ালির ভূমিকা পালন করবে আমাদের অটো শ্রমিক ও মালিকরা । তাই আমরা তৃণমূল প্রার্থীর পাশে আছি সেই বার্তাই দিলাম। “




Be First to Comment