প্রবোধ দাস, পুরুলিয়া: দুর্গাপুজোর ছাড়পত্রের জন্য বিভিন্ন দপ্তরে আর দরবার করতে হবে না। পুজোর ছাড়পত্রের জন্য জেলায় দুর্গা পূজা পোর্টাল নামে একটি অনলাইন পোর্টাল চালু করলো পুরুলিয়া জেলা প্রশাসন।পুরুলিয়া সার্কিট হাউসে এই নতুন পোর্টালের সূচনা হয়। এদিন আনুষ্ঠানিক ভাবে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এই পোর্টালের সূচনা করেন। উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরুলিয়া জেলা শাসক রজত নন্দা, জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়।
প্রসঙ্গত পুরুলিয়া জেলায় তিন পুরসভা-সহ ছোটবড় মিলিয়ে প্রতি বছর প্রায় ৭৫৩টিরও বেশি দুর্গাপুজো হয়। এবার সেই পুজো কমিটি গুলি অনুমতি জন্য দমকল, বিদ্যুৎ, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে যেতে হবে না। প্রশাসনের এই পোর্টালের মাধ্যমে ক্লাব এবং পুজো কমিটিরা আয়োজনের অনুমতি চাইতে পারবে । পোর্টালে প্রশাসনের ছাড়পত্র মিললে পুজোর আয়োজন করতে পারবেন উদ্যোক্তারা। কী ভাবে পোর্টালের মাধ্যমে পুজোর জন্য আবেদন জানাতে পারবে সেই বিষয় একটি বৈঠকে তা জানিয়ে দেওয়া হয়েছে।
পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান, এবার থেকে অনলাইনেই পুজোর জন্য আলাদা করে কোনও প্রশাসনিক দফতরে যাওয়ার প্রয়োজন নেই। পোর্টালে সব আবেদন করতে পারবে।





Be First to Comment