আসানসোল: শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুজোর গাইড ম্যাপের উন্মোচন করলেন ডিসিপি পশ্চিম সন্দীপ কাররা।
এই অনুষ্ঠানে ডিসিপি ছাড়া এসিপি এবং বিভিন্ন থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডিসিপি জানান, দুর্গাপুজোর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রুট ম্যাপ, এই ম্যাপের মাধ্যমে দর্শনার্থীরা জানতে পারবেন কোন রাস্তা ওয়ান ওয়ে, কোন রাস্তা বন্ধ করা হয়েছে এবং কোথায় পার্কিং ও প্রতিমার প্যান্ডেল রয়েছে।
প্রত্যেক বছর পুলিশ প্রশাসন থেকে দর্শনার্থীদের সুবিধার্থে রুট ম্যাপ বার করা হয়। পুলিশ প্রশাসনের সাথে দর্শনার্থীদের সুবিধা হয় প্রতিমা দেখতে। তাছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ঘেরাটোপে সবাই থাকবে এবং কোনও রকম অসুবিধা হলে পুলিশ প্রশাসন সাহায্য করতে এগিয়ে আসতে পারবেন ।





Be First to Comment