অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: পশ্চিম বর্ধমান জেলার বরাকর ও দামোদর সংলগ্ন ( ক্যাচমেন্ট এরিয়া) এলাকায় গত ২৪ ঘন্টায় অতি ভারী বৃষ্টি ( হেভি রেন ফল) হয়েছে। সেই কারণে সোমবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি।
এদিন দুপুরে ডিভিসির তরফে একটি প্রেস বিঞ্জপ্তি জারি করে বলা হয়েছে, মাইথন ১০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝে জল ছাড়ার পরিমাণ ঠিক করা হবে বলে ডিভিসি সূত্রে জানানো হয়েছে। রবিবার মাইথন থেকে ৬ এবং পাঞ্চেত থেকে ২০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়ায় দুই জলাধার মিলিয়ে ১৯ হাজার কিউসেক বেশি জল ছাড়া হয়েছে।
এদিকে, সোমবার দুপুরে দূর্গাপুর ব্যারেজ থেকে ৮৪ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে।
সাধারণত, মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে, দূর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ান হয় ।

প্রসঙ্গত, বলতে গেলে শুক্রবার রাত থেকে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে নিম্নচাপের প্রভাবে তুমুল বৃষ্টি শুরু হয় । রাতদিন অবিরাম বৃষ্টি হয় । সোমবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।




Be First to Comment