প্রবোধ দাস, পুরুলিয়া: নিম্নচাপের জেরে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার এখনও পর্যন্ত টানা বৃষ্টিপাতের ফলে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলমগ্ন হয়ে পড়লো রঘুনাথপুর ১ নং ব্লকের আড়রা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিপাতের জেরে আড়রা অঞ্চলের বিভিন্ন এলাকায় ভেঙে পড়ল একাধিক মাটির বাড়ি। রাস্তার উপর গাছ ভেঙে অবরুদ্ধ হয়ে পড়ল রাস্তা।
আর এমন খবর আড়রা গ্রামপঞ্চায়েতের প্রধান তুফান কুমার রায়ের কাছে পৌছাতেই এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনদের সহযোগিতায় এগিয়ে এলেন তিনি। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের পঞ্চায়েত এলাকার আড়রা, বড়বাগান, গোঁসাইডাঙা, লোয়ার-বেনিয়াসোল সহ বিভিন্ন এলাকায় নিজের টিম নিয়ে ঘুরলেন তিনি। টানা বৃষ্টিপাতের জেরে মাথা গোঁজানোর একমাত্র ঠাঁই বলতে থাকা মাটির বাড়ি ভেঙ্গে যাওয়া বহু পরিবারকে এদিন ত্রিপল তুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন প্রধান তুফানকুমার রায়। অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে করুন অবস্থায় থাকা বেশ কয়েকটি অসহায় পরিবারকে তুলে দিলেন খাদ্য-সামগ্রী।
পাশাপাশি আদ্রা বাজার এলাকায় রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় এদিন প্রধান তুফান কুমার রায় সহ তার টিম রাস্তা থেকে গাছটি সরিয়ে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন। প্রধান তুফানকুমার রায় এদিন বলেন, “আমার কাছে খবর আসা মাত্রই আমি ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় তাদের পাশে গিয়ে দাঁড়ায়। ভেঙে পড়া বেশ কয়েকটি বাড়িতে ত্রিপল দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলাম”।





Be First to Comment