দুর্গাপুর : রাতভর বৃষ্টিতে বেহাল অবস্থা দুর্গাপুর শিল্পনগরী । পশ্চিমবঙ্গের রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের দুর্গাপুর আজ রক্ষনাবেক্ষনের অভাবে সমস্ত জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে ।
দুর্গাপুরে যেসমস্ত জল নিকাশি জায়গা ছিল, তা প্রায় সবই দখল হয়ে গেছে । সেইসব জায়গায় গড়ে উঠেছে অবৈধ্য ঘর-বাড়ি । তারফলে একরাত বৃষ্টিতেই জলমগ্ন গোটা দুর্গাপুর ।
রাতভর বৃষ্টিতে দুর্গাপুর পুরসভার জল নিকাশি ব্যবস্থার নগ্ন রূপটা বেরিয়ে পড়েছে । দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের সিংহভাগ ওয়ার্ডের মানুষ কার্যত জলবন্দি হয়ে পড়েন । পুরো শহরটা একদিনের এই বৃষ্টির কারণে যেন নদীতে পরিণত হয়ে যায় । অধিকাংশ রাস্তা দিয়ে বয়ে চলে জল । শহরের রাস্তা নদীর রূপ নেয়। ডুবে যায় বিস্তীর্ণ এলাকা । ভয়ঙ্কর পরিস্থিতি হয় দুর্গাপুর শহরের ১৯, ২০, ২১, ২৮, ২৯ নম্বর ওয়ার্ডগুলিতে । জল জমেছে অন্য কয়েকটি ওয়ার্ডেও।
জানা গেছে, এনআইটির সামনের রাস্তা,সেপকো টাউনশিপের একাংশ, সরকারি মহাবিদ্যালয়ের পাশের বস্তি, 54 ফুট, সারদাপল্লি, শ্রীনগরপল্লি, আনন্দপুরি, ক্ষুদ্রশিল্প এলাকা আর আই পি প্লট-এর বিস্তীর্ণ রাস্তা, সগরভাঙ্গা বাঁধ এলাকা সহ বহু জায়গা কার্যত জলের তলায় চলে যায় । ওই সব রাস্তা দিয়ে যাতায়াত করায় অসম্ভব হয়ে পড়েছে । কিছু কিছু রাস্তায় চারচাকা গাড়ি ভাসতে দেখা গেছে ।
গভর্নমেন্ট কলেজের পাশের দু’টি বস্তি থেকে জলমগ্ন মানুষজনকে কলেজে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয় । অনেক জায়গায় স্কুলগুলোতে আশ্রয় দেওয়া হয় জলমগ্ন মানুষজনকে।
বেশ কয়েকজন বয়স্ক মানুষজনদের বক্তব্য, এমনটা হওয়ার কথা নয় । এর আগেও বহুবার ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, কিন্তু এইভাবে রাস্তাগুলো নদীতে পরিণত হতে দেখেনি । তাঁদের বক্তব্য, জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার কারণেই এমন পরিস্থিতি হয়েছে।
Be First to Comment