অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বীরভূম : জেলার দুবরাজপুর ব্লকের খাগড়া জয়দেব কয়লা খনি গড়ার জন্য লোবা গ্রামপঞ্চায়েত এলাকার ১০টি মৌজার ১১টি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার একর জমি অধিগ্রহণ করার কথা ।
গতবছর ওড়িশার একটি বেসরকারি সংস্থা কয়লাখনি গড়ার বরাত পেয়েছে । প্রশাসন ও এলাকার লোকজনকে অন্ধকারে রেখে সোমবার বিকালে বড়ারি মৌজায় একটি জমি মেপে ঘিরছিলেন ওই বেসরকারি সংস্থার তিন কমী ।
অভিযোগ পেয়ে স্থানীয় লোকজন ওই তিনজনকে লোবা কৃষিজমি রক্ষা কমিটির ধর্না মঞ্চের কাছে আটক করে রাখে ।

ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্যাকেজ ঘোষণা ছাড়াই জমি কেনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের । এই ঘটনায়, এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । গভীররাতে আটক ওই তিনজন কর্মীকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় বলে জানায় লোবা কৃষিজমি রক্ষা কমিটি ।
সংস্থার আটক তিন কর্মী চন্দন দাস, প্রসেনজিৎ ঘোষ, ঝন্টু ঘোষ বলেন, “আমাদেরকে সসম্মানে আনা হয়েছে, আমাদের উপর কোনো রকম অসম্মান করা হয়নি। কৃষি জমি রক্ষা কমিটির ব্যক্তিরা আমাদের বাঁচিয়ে দিয়েছেন।”




Be First to Comment