প্রবোধ দাস, পুরুলিয়া: হাসপাতালের সুলভ শৌচালয়ের মহিলা টয়লেটের পাশে মদ্যপান। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।
প্রসঙ্গত আরজি কর ঘটনায় যখন রাজ্য রাজনীতি তোলপাড়, মহিলা নিরাপত্তা নিয়ে যখন দেশ জুড়ে পথে নেমেছে সাধারণ মানুষ, ঠিক তখন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুলভ শৌচালয়ের অন্দরে মহিলা টয়লেটের পাশে এই মধ্যপনকে কেন্দ্র করে প্রশ্ন মুখে পড়েছে হাসপাতালের মহিলাদের নিরাপত্তা।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে (অনলাইন কোলফিল্ড টাইমস সত্যতা যাচাই করতে পারেনি) অভিযুক্তরা সুলভ শৌচালয়ের মেঝে বসে মদ খাচ্ছে। কার্যত মদ খাওয়ার কথা ক্যামেরার সামনে শিকার করে নেয় তারা। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসবিপি সুকুমল বিষয়ী জানান, অভিযুক্ত নারায়ণ প্রমানিককে শোকজ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ক্ষেত্রে যেসব ফাঁকফোঁকর রয়েছে, সেদিকে নজর দেওয়া হয়েছে।




Be First to Comment