জামুড়িয়া : আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জামুড়িয়ায় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই ওয়ার্ডেই এবার পানীয়জলের সমস্যা।
শেষ পর্যন্ত পানীয়জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বিকেলে সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত জামুরিয়ার মন্ডলপুরের রাস্তায় জলের জ্যারিকেন রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
বিক্ষোভকারীদের দাবি, এলাকায় নিয়মিত পানীয়জল সরবরাহ করা হয় না। পাইপ লাইনের মাধ্যমে যে পানীয়জল সরবরাহ করা হয় তা পর্যাপ্ত নয়। শুধু তাই নয়, যে পানীয়জল সরবরাহ হয় তাও পান করার অযোগ্য ও অপরিষ্কার। এলাকায় যাতে পরিশুদ্ধ পানযোগ্য পানীয়জল নিয়মিত সরবরাহ করা হয়, এলাকার পানীয়জল সরবরাহের পাইপলাইন গুলি যাতে সঠিকভাবে করা হয় ও প্রতিটি এলাকায় যাতে পানীয় জল পৌঁছায় এইসব দাবি জানান বিক্ষোভকারী এলাকার বাসিন্দারা।

পরে স্থানীয় তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব বিষয়টিকে নিয়ে বৈঠক করে এর সমাধান সূত্র বার করা হবে বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। রাস্তা অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনার পরে বিরোধী দলের নেতৃত্বরা দাবি করেছেন, যেখানে আসানসোল পুরনিগমের মেয়রের ওয়ার্ডেই পানীয়জল সরবরাহ ঠিক করা গেল না সেখানে অন্য সব ওয়ার্ড গুলির কেমন অবস্থা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই জামুড়িয়ার বাইপাস রোডে অপরিষ্কার জল সরবরাহ করা হচ্ছে, দাবি করে সেই জল পান করে অনেকেই অসুস্থ হয়েছেন বলে অভিযোগ করে রাস্তা অবরোধ করা হয়েছিল। আর এবার দ্বিতীয় দফায় মেয়রের ওয়ার্ডেই হল পানীয়জলের দাবিতে রাস্তা অবরোধ।
এবার গরম পড়ার আগেই যেভাবে পানীয়জল সমস্যা দেখা যাচ্ছে, তাতে গরমের মধ্যে পানীয়জল বড় সমস্যা হয়ে দাঁড়াবে জামুরিয়ার বিভিন্ন এলাকায় তা আর বলার অপেক্ষা রাখেনা।
বারবার এই বিক্ষোভে স্পষ্ট করছে বলেই দাবি করেছেন ওয়াকিবহাল মহল।




Be First to Comment