Press "Enter" to skip to content

দুর্গাপুরের গ্রামে পানীয়জলের সমস্যা, পিএইচই দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ

দুর্গাপুর : মার্চ মাসের প্রথম কয়েক দিনে তাপমাত্রার পারদ চড়ছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে। সঙ্গে বাড়ছে পানীয়জলের সমস্যা, পিএইচই দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ সাধারণ মানুষের।

এমনিতেই খনি এলাকার বিভিন্ন অংশে সারা বছরই বলতে গেলে পানীয়জলের সমস্যা বা জলকষ্ট থাকে। তবে রাজ্য সরকারের জল স্বপ্ন’ প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি জলের পাইপলাইন পৌঁছেছে ইতিমধ্যেই। তবে জলের পাইপলাইন পৌঁছালেও বহু জায়গায় এখনো পর্যন্ত জলের বিন্দুমাত্র পৌঁছায়নি বলে অভিযোগ।

এমনই একটি ঘটনার সাক্ষী রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙ্গামাটি গ্রাম। এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত এক বছর আগে ব্লক সভাপতি এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও আশ্বাস দিয়ে বলেছিলেন, গ্রামের জলকষ্ট দূর হবে। বাড়ি বাড়ি পৌঁছাবে বিশুদ্ধ পানীয় জল।

কিন্তু ব্লক প্রশাসনের সেই আশ্বাসই সার। আজও জল পৌঁছায়নি এই গ্রামে। আর সে কারণেই মঙ্গলবার এলাকার পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে তালা ঝোলালেন গ্রামবাসীরা। এরফলে আশেপাশের এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায় ।

গ্রামের বাসিন্দা শেখ ইসমাইল অভিযোগ করে বলেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের গ্রামের জল সরবরাহ সঠিকভাবে চালু হচ্ছে, ততক্ষণ পিএইচই দপ্তর থেকে জল সরবরাহ করা যাবে না । তাই আমরা তালা ঝুলিয়েছি পিএইচডই দপ্তরে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন পিএইচই দপ্তরের এক ইঞ্জিনিয়ার। কিন্তু তাকে রাঙ্গামাটি গ্রামের সঠিকভাবে পানীয়জল সরবরাহ করার পরেই তালা খোলা হবে বলে জানিয়ে দেন গ্রামবাসীরা।

মঙ্গলবারের এই ঘটনার পিএইচপি দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশও। শুধু রাঙ্গামাটি গ্রাম নয়, দুর্গাপুর ফরিদপুর ব্লকের বহু এলাকায় এখনো পর্যন্ত পিএইচই দপ্তরের জল স্বপ্ন প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পূর্ণই হয়নি বলে অভিযোগ।

গ্রামের বাসিন্দা শেখ ইসমাইল, শরিফা বিবিরা বলেন, রমজান মাস চলছে। তাই জলের ভীষণ প্রয়োজন এই মুহূর্তে। কিন্তু গ্রামে এতটাই জলকষ্ট যে এক ফোঁটা খাবার জলের জন্য প্রচন্ড বেগ পেতে হচ্ছে।

গ্রামবাসীদের আরো অভিযোগ, শাসক দলের নেতা ও কর্মীরা ভোটের সময় এলাকায় জলকষ্ট দূর করব বলে আশ্বাস দিয়ে যান। কিন্তু তারপর ভোটে জিতে তারা সবাই কোথাও উধাও হয়ে যান। তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না।

গ্রামবাসীদের দাবি, আগে রাঙ্গামাটি গ্রামে জল কষ্ট দূর করা হোক। আর এর সঠিক উত্তর দুর্গাপুর ফরিদপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি গ্রামবাসীদের দিক। তবে গ্রামবাসীদের ক্ষোভ কমবে।

গ্রামবাসীদের আরো দাবি, যতদিন পর্যন্ত না বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ শেষ হচ্ছে ততদিন অন্তত দু ট্যাংকার করে জল পাড়ায় পাড়ায় দেওয়া হোক।

অন্যদিকে এই বিষয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদীপ ঘটক বলেন, ইতিমধ্যেই রাঙ্গামাটি গ্রামের প্রায় সব বাড়িতেই জলের পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। তার মধ্যে বাকি ছিল ৭৫ টি পরিবার। সেগুলির কাজ চলছে। খুব শীঘ্রই এলাকায় জলের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।

তিনি জানান, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ব্লকের বিভিন্ন সংখ্যালঘু গ্রামগুলিতে রমজান মাস উপলক্ষে জলের ট্যাঙ্কারে করে পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পিএইচই দপ্তরকে বলেছেন, জানান ব্লক সভাপতি। সেইমতো কাজও শুরু হয়েছে বিভিন্ন সংখ্যালঘু গ্রামে। সোমবার থেকেই ট্যাঙ্কারে করে জল সরবরাহ কাজ চলছে।

সভাপতি বলেন, যাতে করে পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহ করা যায় সেজন্য ট্যাংকারের পরিমাণ বাড়ানো হচ্ছে। আপাতত জলের সমস্যা সমাধান হওয়ায় পিএইচই দপ্তরের জল সরবরাহ কেন্দ্রের তালা খোলা হয়। বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *