আসানসোল : ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক মতো জল ছাড়ছে না। আর সেই কারণে আসানসোল পুরনিগম এলাকায় কোথাও কোথাও পানীয়জলের সমস্যা দেখা দিচ্ছে। বুধবার পুর এলাকার পানীয়জল সমস্যা নিয়ে আসানসোল পুরনিগমে এক বৈঠকের পরে এমন অভিযোগ করেন মেয়র বিধান উপাধ্যায়।
মেয়রের সেই অভিযোগ পত্রপাঠ উড়িয়ে দিয়ে ডিভিসি জল ছাড়ছে, ডেজিং না হওয়ার কারণে সব জায়গায় জল পৌঁছাচ্ছে না। এমনভাবেই মেয়রকে পাল্টা জবাব দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল পুরনিগম এলাকার পানীয়জলের এই সমস্যাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
উল্লেখ্য, আসানসোল পুরনিগমের বিস্তীর্ণ এলাকায় পানীয়জল সরবরাহের যোগান আসে দামোদর নদ থেকে। ডিভিসির ছাড়া জল দামোদর নদ থেকে সংগ্রহ করে সেই জল পরিশ্রুত করে আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে পুরনিগম কর্তৃপক্ষ ।
এদিন পুরনিগমে পানীয়জল নিয়ে এক বৈঠক শেষে মেয়র বিধান উপাধ্যায় বলেন, ডিভিসি জল না ছাড়ার কারণে এই সমস্যা হচ্ছে। তবুও পুর কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে সেই সমস্যার সমাধান করে পানীয়জল সরবরাহ করার চেষ্টা করছে।
যদিও মেয়রের এই অভিযোগ খণ্ডন করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, বর্ষাকাল চলে গেছে। ডিভিসির কাছে যে জল আছে তা দিয়ে তাদেরকে গ্রীষ্মকাল পর্যন্ত চালাতে হবে। ডিভিসি প্রতিদিন জল ছাড়ে, কিন্তু ঠিকভাবে ডেইজিং না হওয়ার কারণে জল সব জায়গায় পৌঁছাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলে অভিযোগ করেন তিনি বলেন, সব দোষ ডিভিসির ? জলের সমস্যা মিটাতে না পারার জন্য ডিভিসিকে কাঠগড়ায় তোলা হয় ।
প্রসঙ্গত, এই প্রথম গরম চলে যাওয়ার পরে শীতের মুখে আসানসোল পুরনিগম এলাকায় পানীয়জলের চরম সংকট দেখা দিয়েছে । কোনও কোনও ওয়ার্ডে দু/তিন দিন পরে জল মিলছে। জল আসার নির্দিষ্ট কোনও সময় নেই। মাঝে মধ্যেই বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষজন জল সমস্যা নিয়ে অভিযোগ নিয়ে আসানসোল পুরনিগমে আসছেন।
Be First to Comment