অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: রমজান মাস শুরু হয়েছে। এরই মধ্যে আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় পানীয়জলের সংকট দেখা দিয়েছে।
এই পানীয়জলের সংকট নিয়ে বৃহস্পতিবার মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এসএম মুস্তফা।
পরে তিনি বলেন, রমজান মাস চলছে। এমন সময় পানীয়জলের সংকট দেখা দিয়েছে। প্রায় অনেক এলাকায় মানুষ সমস্যায় পড়েছেন।
কংগ্রেস কাউন্সিলর বলেন, “রমজান মাস চলায় বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় লোকজনেরা বেশি সমস্যায় পড়েছেন। এ দিন গোটা বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম। তিনি গোটা বিষয়টি শুনেছেন এবং যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন ।”
তিনি বলেন, কয়েক দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আসন্ন লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে ।
Be First to Comment