অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: কুলটি বিধান সভা এলাকার কুলটির ইসকো গেটের সামনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কুলটি তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকরা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। বারংবার ইসকো কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি। তাই বুধবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কুলটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ এলাকার বাসিন্দারা।
এই পথ অবরোধের জন্য যানজটের সৃষ্টি হয় ইসকো গেটের সামনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও সিআইএসএফের আধিকারিকরা।

এই প্রসঙ্গে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে কুলটি সেল কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করে আসছে। সেইসব স্থানে দীর্ঘদিন ধরে কুলটি সেল কর্তৃপক্ষ কুলটি এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জল বন্ধ করে দিয়েছে। প্রায় তিন মাস ধরে এই পানীয় জল বন্ধ রেখেছে। জল সরবরাহ না করে মানুষের জীবন নিয়ে খেলা করছে এখানকার সেল কর্তৃপক্ষ।
তাই বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। সবাই জানে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দল, সাধারণ মানুষের পাশে সব সময় থাকে।
তিনি ইসকো সেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন, অবিলম্বে মানুষের জীবন নিয়ে আপনারা খেলা বন্ধ করুন এবং পানীয় জল পরিসেবা অবিলম্বে চালু করুন ।




Be First to Comment