Press "Enter" to skip to content

পানীয় জলের সমস্যা কবে মিটবে কেউ জানে না, উখড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, প্রধানকে স্মারকলিপি

অন্ডাল : পানীয় জলের সমস্যা কবে মিটবে কেউ জানে না, নির্বাচনের সময় প্রতিশ্রুতিই সার ।

পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার উখড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন ১৭ নম্বর সংসদের বাসিন্দাদের একাংশ। সেই বিক্ষোভের পরে পানীয়জলের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান।

জানা গেছে, অন্ডালের উখড়া গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদের পুরনো সন্ন্যাসী কালিতলা ও বাগান পাড়াতে বসবাস করে কয়েকশো পরিবার । পাইপ লাইনের মাধ্যমে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পিএইচইর সরবরাহ করা জলই তাদের ভরসা ।

সম্প্রতি নতুন জল প্রকল্পে বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের কাজও সম্পূর্ণ হয়েছে এলাকাতে। কিন্তু কল থাকলেও, সেই কল দিয়ে জল পড়ে না বলে অভিযোগ বাসিন্দাদের। গত পাঁচ বছর ধরে গোটা এলাকায় পানীয়জলের সমস্যা এভাবেই চলছে বলে দাবি ও অভিযোগ তাদের ।

বিষয়টি সাম্প্রতিককালে বেশ কয়েকবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পানীয়জলের সমস্যা নিয়ে গ্রামের বাসিন্দাদের ক্ষোভ চরমে উঠে। পুরুষ ও মহিলা সহ বাসিন্দারা বিক্ষোভ দেখান পঞ্চায়েত অফিসে গিয়ে।
আশপাশের অন্যান্য পাড়াতে কলে জল এলেও তাদের এলাকাতে কেন জল আসে না, এই দাবিতেই বিক্ষোভ বলে জানান স্থানীয় বাসিন্দা দুলালী বন্দোপাধ্যায় , পাপাই দাস, পার্থ বন্দোপাধ্যায়রা ।

বিক্ষোভ শেষে সমস্যার সমাধানের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় প্রধান মিনা কোলকে।

এই প্রসঙ্গে মিনা দেবী বলেন, বিষয়টি ইতিমধ্যে বিডিওকে জানানো হয়েছে। খবর দেওয়া হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদেরও। শুক্রবার দপ্তরের ইঞ্জিনিয়াররা এসে পাইপলাইন পরীক্ষা করবেন বলে জানান তিনি। পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান হবে বলেও বিক্ষোভকারীদের আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েত প্রধান।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *