প্রবোধ দাস, পুরুলিয়া: জেলার সবথেকে বড় কলঙ্ক পানীয় জলের অভাব। পানীয় জলটুকু মানুষ ঠিকমতো পায় না। ভোট আসে, ভোট যায়। নেতারা শুধু মৌখিক প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি দিয়ে যান। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত পানীয় জলের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে তালা বন্ধ করল গ্রামবাসীরা। বরাবাজার ব্লকের অন্তর্গত পুড়িয়ারা গ্রামের ঘটনা।
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পানীয় জল কষ্ট সারা জেলা জুড়ে দেখা দিয়েছে চরম আকারে।এমনিতেই জেলা জুড়ে জলস্তর অনেকটাই নিচে গভীর টিউবওয়েল ছাড়া ও গভীর টিউবওয়েলে গ্রীষ্মের ২-৩ মাস একেবারেই জল পাওয়া যায় না। সেই অবস্থায় বরাবাজার ব্লকের অন্তর্গত পুড়িয়ারা গ্রামে দেখা দিয়েছে চরম কষ্ট।
একটিমাত্র নলকূপের উপর নির্ভর করে প্রায় একশো পরিবার তৃষ্ণা নিবারনের বা বিভিন্ন কাজের জল সংগ্রহ করে। বিগত চারদিন ধরে সেই টিউবওয়েলটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বারবার পঞ্চায়েতে তা সারানোর জন্য জানানো হলেও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

বৃহস্পতিবার দুপুর থেকেই গ্রামবাসীদের একাংশের মহিলা, পুরুষ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে প্রধানকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় দু ঘণ্টারও বেশি সময় ধরে তালা বন্ধ রাখার পর গ্রামীণ পুলিশের হস্তক্ষেপে প্রধানকে তালা খুলে উদ্ধার করা হয়। এবং সঙ্গে সঙ্গে টিউবয়েল সারানোর মিস্ত্রি পাঠিয়ে টিউবওয়েল সারানোর ব্যবস্থা করা হয়।



Be First to Comment