অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: সরকারি ‘গাইডলাইন’ মেনে প্রাথমিক স্কুলের পঠনপাঠন, মিড ডে মিল চলছে কিনা, তা খতিয়ে দেখতে ধারাবাহিক পরিদর্শনের পরিকল্পনা জেলা জুড়ে।
গরমের ছুটি শেষে আজ স্কুল খুলল। এবার খতিয়ে দেখা হবে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর হাল-হকিকত। পুরসভা ও পঞ্চায়েত এলাকায় আলাদা ভাবে পরিদর্শনে যাবে বিশেষ দল। দলে স্থানীয় জন প্রতিনিধিদেরও শামিল করার ভাবনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। চলতি শিক্ষা বর্ষের পাঁচ মাস কেটে গিয়েছে। স্কুলের পরিকাঠামো ও পঠনপাঠন কেমন তা খতিয়ে দেখতে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সংসদ কর্তৃপক্ষ। সমগ্র শিক্ষা মিশন ও জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরকেও এই প্রক্রিয়ায় শামিল করা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়। এ ছাড়া, স্কুল গুলোতে আচমকা পরিদর্শনও করা হবে।
জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় বলেন, “পঠনপাঠন -সহ স্কুলের সামগ্রিক উন্নয়নই আমাদের লক্ষ্য। পরিদর্শন কালে পড়াশোনার ঘাটতি, মিড ডে মিল, স্কুলের পরিকাঠামো -সহ সব কিছুই দেখা হবে। স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হবে। এসআই ও এডুকেশন সুপারভাইজাররা স্কুলের তালিকা তৈরি করে পরিদর্শনের আগাম সূচি স্থির করবেন।”

কোনো পড়ুয়া স্কুলছুট হল কিনা সে বিষয়েও বিশেষ দল খোঁজ রাখবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। পঞ্চায়েতের শিক্ষা সচিব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষদেরও এই পরিদর্শনে শামিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে সংসদ সূত্রের খবর।
এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পদক্ষেপ করা হবে। ভোটের বিধিনিষেধ উঠে গেলে ভিলেজ ও ওয়ার্ড এডুকেশন কমিটিগুলোকে ‘পুনরুজ্জীবিত’ করা হবে বলে জানিয়েছেন সংসদ চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়। ধাপে ধাপে জেলার বারো শতাধিক প্রাথমিক স্কুলেই পরিদর্শন করা হবে বলে সংসদ সূত্রের খবর। সরকারি নির্দেশিকা স্কুলগুলোতে ঠিক মত পালন করা হল কীনা সেটাও দেখা হবে।
সংসদ চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায় বলেন, “চলতি শিক্ষা বর্ষের অর্ধেক সময় পার হতে চলেছে। পড়ুয়ারা কতটা শিখল তা আমরা দেখব। এর পাশাপাশি, সরকারি নিয়ম ও নির্দেশিকা মেনে স্কুল কর্তৃপক্ষ কাজ করছে কিনা তা-ও দেখবে বিশেষ দল।”



Be First to Comment