অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে ।
শনিবার আসানসোল ডিএভি স্কুলে মহিলা ভোটকর্মী বা পোলিং পার্সেন ( পিপি) প্রশিক্ষণ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ।
সেখানে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ( ডিইও) এস পোন্নাবলম মহিলা ভোটকর্মীদের নির্বাচনের কাজ সম্পর্কে অবহিত করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমানে মহিলা ভোট কেন্দ্র বা পোলিং স্টেশন ২৪টি। মহিলা ভোটকর্মীর সংখ্যা ২২২ জন।
পশ্চিম বর্ধমান জেলায় এবারের মোট ভোটকর্মীর সংখ্যা ১৩ হাজার ৩৫২ জন। ৩ হাজার ৩৩৮ জন প্রিসাইডিং অফিসার, ফাস্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার রয়েছেন।
পশ্চিম বর্ধমান জেলায় মহকুমা ও ব্লক ভিত্তিক ভোটকর্মী সংখ্যা হল- অন্ডাল ৯৯৬, বারাবনি ৭২৫, ফরিদপুর- দূর্গাপুর ৪২৮, জামুড়িয়া ৪৯৩, কাঁকসা ৫৬৬, পান্ডবেশ্বর ৯০২, রানিগঞ্জ ৪৬০, সালানপুর ১৭১৫, আসানসোল ৪৪৪৬ ও দুর্গাপুরে ২৬২১ জন।
Be First to Comment