উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জেলাশাসকের উপস্থিতিতে ফলতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার।
বর্তমান যুগে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্পদ ব্যবহারের মাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, ফল স্বরুপ বর্জ্য পদার্থ উৎপাদনের পরিমানও বেড়েছে। এই বর্জ্য পদার্থের অর্থ মূল্য নেই অথচ পরিবেশ দূষণ ঘটায়। এই বর্জ্য রূপান্তরিত করতে এবং পরিবেশ দূষণ রোধ করতে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্র তৈরি করা হয়েছে ইতিমধ্যে।
বৃহস্পতিবার ফলতা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের শুভ উদ্বোধন হয়ে গেল।উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি,বিধায়ক শংকর কুমার নস্কর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিখা রায়,জাহাঙ্গীর খান সহ আরো অনেকে।এই কেন্দ্র থেকে ১২ টি গ্রামের ৫৬৬৪টি পরিবার উপকৃত হবে।

পাশাপাশি এদিন জেলা শাসক ১৪ টি ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতে একই দিনে এই কেন্দ্রে উদ্বোধন করলেন। এই নিয়ে এখনো পর্যন্ত জেলার মোট ১৩১টি গ্রাম পঞ্চায়েতের এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করা হলো।




Be First to Comment