পিঠাইকেয়ারির আদিবাসী পাড়া পরিদর্শন। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, সালানপুর: পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাবলম এস ও আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য শনিবার আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর জিপি বা গ্রাম পঞ্চায়েত ও নিকটবর্তী এসটি বা তফসিলি উপজাতি অধ্যুষিত গ্রাম পিঠাইকেয়ারির আদিবাসী পাড়া পরিদর্শন করেন।
তাঁদের সঙ্গে ছিলেন সালানপুর ব্লকের বিডিও, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তারা গ্রামের লোকজনদের সাথে মতবিনিময় করেন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী সাধারণ মানুষদের সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসনের দুই শীর্ষ আধিকারিক তাদের সঙ্গে আলোচনা করেন।
পাশাপাশি তারা সেই গ্রামে ১০০ দিনের কাজের ( এমজিএনআরইজিএস) মজুরি পাওয়া সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেন।
এই সম্পর্কে বিরোধীদের বক্তব্য, এটাই সাধারণ মানুষ সবসময় চান | কিন্তু সামনে নির্বাচন তাই হয়তো এখন ইনাদের দেখা পাচ্ছেন গ্রামবাসীরা | সারা বছর অন্যান্য দিনগুলোতে এ ভাবে গ্রামে ভিজিট করলে সাধারণ মানুষের অনেক উপকার হতো। তাঁরা তাঁদের অভিযোগ জানাতে পারতেন।
Be First to Comment