আসানসোল : পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) সঞ্জয় পালের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় আসানসোল মেন বা প্রধান বাজার পরিদর্শন করল জেলা টাস্ক ফোর্স।
এই টাস্ক ফোর্সে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এগ্রি মার্কেটিং, আরএমসি ও ডিএমডিসিএসের আধিকারিকরা।
এদিন সন্ধ্যায় আসানসোল প্রধান বাজারে জেলা স্তরের টাস্কফোর্সের সদস্যরা পরিদর্শন করার সময় মুলত, আলু ও পেঁয়াজের দাম নিয়ে বিক্রেতার সঙ্গে কথা বলেন।
বিক্রেতা বা ব্যবসায়ীদেরকে ন্যায্য দামে এইসব কিছু বিক্রি করার জন্য বলা হয়েছে। বেশি দাম নেওয়া হলে, প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
তবে, মাঝে মধ্যে আসানসোল সহ অন্য বাজারে জেলা টাস্ক ফোর্সের সদস্যরা হানা দিলেও আলু ও পেঁয়াজের দাম রাশ টেনে ধরা যায়নি। খুচরো বাজারে আলু কেজি প্রতি ৩২ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। রসুন কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মটরশুঁটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা থেকে ১৫০ টাকায়। বাকি সব সবজির দাম প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা।
Be First to Comment