অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: হজ যাত্রীদের সরকারি অনুমোদন পাওয়ার জন্য বিভিন্ন প্যাথলজিক্যাল ল্যাব থেকে পরীক্ষা করতে হত এবং সেটা সময় সাপেক্ষের সাথে খরচ হতো । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন প্রত্যেক হজ যাত্রীদের জেলা হাসপাতালে বিনামূল্যে সবরকম পরিষেবা দেওয়া হবে। এই কথা জানান হজ কো-অর্ডিনেটর কমিটির সদস্য মহম্মদ নাদিম হুসেন।
তিনি আরও জানান, বিগত দু’বছর ধরে হজ যাত্রীদের বিভিন্ন শারীরিক পরীক্ষা বিনামূল্যে জেলা হাসপাতালে করা নিয়ে জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতালের সুপার এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সাথে সমন্বয় করে চেষ্টা করা হচ্ছিল, সেই প্রচেষ্টার সমাধান করা হয়েছে।
১৭৪ জন হজ যাত্রীদের তাদের জেলা হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে এবং সমস্যা সমাধান করার জন্য আসানসোল জেলা হাসপাতালের সুপার ডা. নিখিল চন্দ্র দাসকে সম্মানিত করা হয়, হজ কো-অর্ডিনেটরের পক্ষ থেকে।
Be First to Comment