Press "Enter" to skip to content

সুন্দরবনের কৃষকদের পাম্প ও স্প্রে মেশিন বিতরণ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের তপশিলি ও উপজাতি সম্প্রদায়ের গরিব কৃষকদের চাষের কাজে সহায়তা করতে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পাম্প ও স্প্রে মেশিন বিতরণ করা হলো। কুলতলি ও জয়নগর ২ নম্বর ব্লকের ২৩২ জন কৃষক এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী সরঞ্জাম সংগ্রহ করেন।

আইসিএআর-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার বায়োটেকনোলজির সহায়তায় এসসিএসপি প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা সিনিয়র বিজ্ঞানী ড. চন্দন কুমার মণ্ডল, ড. প্রবীর কুমার গরাই, ড. মানসী চক্রবর্তী, ড. দীপক রায় সহ অন্যান্য কৃষি বিশেষজ্ঞরা।

এই কর্মসূচির পাশাপাশি কৃষকদের উন্নত চাষের কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড. চন্দন কুমার মণ্ডল জানান, ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ ও সরঞ্জাম বিতরণ কর্মসূচি চলবে। প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম পেয়ে খুশি কৃষকেরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *