সালানপুর: আজ, ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুর ব্লকের পাঁচটি আদিবাসী নৃত্য কমিটির হাতে তুলে দেওয়া হল বাদ্যযন্ত্র।
এদিন সালানপুর বিডিও অফিস সংলগ্ন কমিউনিটি হল-এ সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিংয়ের উপস্থিততে আদিবাসী সম্প্রদায়ের পাঁচটি নৃত্য কমিটির হাতে একটি করে ধামসা,দুটি করে মাদল,একটি করে বাশুরি, এবং একটি করে কাশি তুলে দেওয়া হয়।
এদিন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান, বিশ্ব আদিবাসী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত ব্লকের পাঁচটি আদিবাসী নৃত্য পরিবেশন দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হল।





Be First to Comment