চিত্তরঞ্জন: বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চিত্তরঞ্জন থানায় উদ্যোগে এলাকার ৫০জন গরীব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হল।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ডিসি (ওয়েস্ট)সন্দীপ করার, এসিপি (কুলটি) এস.কে জাবেদ হোসেন,চিত্তরঞ্জন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইসমাইল আলী,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।
এদিন ডি.সি(ওয়েস্ট)সন্দীপ করার জানান, এলাকায় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং শীতের কথা মাথায় রেখে আজ চিত্তরঞ্জন থানার তরফে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হল। আগামী দিনে অন্য থানা গুলিতেও এইভাবে দুস্থদের সাহায্য করা হবে।





Be First to Comment