আসানসোল: বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের ৮৫ নং ওয়ার্ডের ২ নং মহিশীলা কলোনির তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর কাহেকেশা রিয়াজ, প্রাক্তন কাউন্সিলর শিবদাস চ্যাটার্জী, তৃণমূল কংগ্রেসের কর্মী সাহিদ পারভেজ, রঞ্জিত পাল, ভানু বোস সহ বিভিন্ন কর্মীরা।
উপস্থিত ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, মমতা ব্যানার্জী সরকার গঠন হবার পর রাজ্যবাসীরা বিনামূল্যে রেশন, স্বাস্থ্য, শিক্ষা থেকে যাবতীয় জিনিস পাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন ভাতা চালু করে মহিলাদের স্বাবলম্বী করেছেন।

এদিন ২৫০ জনকে কম্বল বিতরণ করলেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা।




Be First to Comment