Press "Enter" to skip to content

বার্নপুর আইএসপির উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের মধ্যে ৮৫০টি সহায়ক সামগ্রী বিতরণ

বার্নপুর : আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এদিন বার্নপুর সেল আইএসপি বা ইস্কোর টাউন সার্ভিসেস বিল্ডিংয়ের সামনে বেকারি গ্রাউন্ডে সহায়ক সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে ৩৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রায় ৮৫০ টি সহায়ক সামগ্রী বা উপকরণ বিতরণ করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর ইনচার্জ (বার্নপুর ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট) বিপি সিং সহ ইস্কো কারখানার সব আধিকারিক এবং অন্যান্য অফিসাররা। এছাড়াও ইউনিয়ন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ডিরেক্টর ইনচার্জ বিপি সিং ও অন্যান্য অতিথিরা প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি বিপি সিং তাঁর সভাপতির ভাষণে ইস্কো স্টিল প্ল্যান্টের সিএসআর বিভাগের আয়োজিত সহায়ক সামগ্রী বিতরণ বিতরণ অনুষ্ঠানের সফল আয়োজনের প্রশংসা করেন।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের সাফল্য তার আর্থিক সাফল্য দ্বারা পরিমাপ করা হয় না। বরং বঞ্চিত ও অবহেলিত সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর নিরিখে পরিমাপ করা হয়। তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য যে কাজ করা হয়েছে, তা দেখা হয় ।

ইউপি সিং ( প্রধান মহাব্যবস্থাপক ইনচার্জ, মানবসম্পদ) বলেন, গত বছরের মতো এ বছরও আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের এবং প্রবীণ নাগরিকদের প্রয়োজন অনুযায়ী সহায়ক সামগ্রী যেমন হুইল চেয়ার, মোটর চালিত ট্রাই-সাইকেল, ক্রাচ, কিট সরবরাহ করছি। মানসিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য এবং মোবাইল ফোনের জন্য আমরা হাঁটার লাঠি, ডেইজি প্লেয়ার, অন্ধদের জন্য স্মার্ট ক্যান এবং স্মার্ট ফোন, বধিরদের জন্য শ্রবণযন্ত্র ইত্যাদি প্রদান করছি। যা প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের জীবনকে উন্নত করবে।

বিনোদ কুমার (প্রধান মহাব্যবস্থাপক ইনচার্জ, মিউনিসিপ্যাল ​​সার্ভিসেস অ্যান্ড সিএসআর) তার স্বাগত বক্তব্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, আইএসপির সিএসআর বিভাগ এদিন ৩৫০ জনকে ৮৫০ সহায়ক সামগ্রী বিতরণ করেছে । ২০২৪ সালের ১২ এপ্রিল ইস্কো স্টিল প্ল্যান্ট এবং আলিমকোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের মধ্যে ৫০০ লক্ষ টাকার সহায়ক ডিভাইস বা সামগ্রী বিতরণ করার কথা বলা হয়েছিল। এ দিনের অনুষ্ঠান সেই চুক্তির একটি অংশ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *