উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিশ্ব উষ্ণায়ন থেকে নিজের গ্রামকে বাঁচাতে বৃক্ষরোপণের দরকার।আর তাই বৃক্ষ রোপনের কর্মসূচি নিলো ব্লক প্রশাসন।
শনিবার জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ১ নম্বর পঞ্চায়েত সমিতির অধীন ১২ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ও সদস্যদের হাতে কয়েক হাজার ফল গাছের চারা তুলে দেওয়া হলো পঞ্চায়েত সমিতির বহড়ুর অফিস থেকে।
এদিন এই গাছের চারা তুলে দেওয়ার কর্মসূচির সূচনা করেন জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ও সহকারি সভাপতি সুহানা আলী পারভীন। এ ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শান্তনু মালিক, ভূমি কর্মাধ্যক্ষ শুকুর আলি,স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হাজী সাইফুল লস্কর সহ একাধিক কর্মাধ্যক্ষরা।

এ ব্যাপারে এ দিন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শান্তনু মালিক বলেন, জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে ১২ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ও সদস্যদের হাতে আম,সবেদা,আপেল কুল ও জামরুল গাছের চারা তুলে দেওয়া হয়।মোট ৪৮ হাজার গাছের চারা এদিন বিতরণ করা হয়।আগামীতে আরো গাছের চারা বিতরণ করা হবে।




Be First to Comment