প্রতারণা ও অপরাধ কী ভাবে দমন করা যায়, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: সাইবার অপরাধ আটকাতে শুক্রবার এক আলোচনা চক্রের আয়োজন করা হল দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতার শাখার আধিকারিকদের উপস্থিতিতে অনলাইন ও মোবাইলের মাধ্যমে ব্যাঙ্কের টাকা লেনদেনের সময় ঘটে যাওয়া বিভিন্ন প্রতারণা ও অপরাধ কী ভাবে দমন করা যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়াও এইদিনের আলোচনা চক্রে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি (দুর্গাপুর), সিআই (দুর্গাপুর)-সহ অন্য পুলিশ আধিকারিকরা। এ ছাড়াও দুর্গাপুর চেম্বার অফ কমার্সের বিভিন্ন প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
অনলাইন ব্য়াঙ্কিং লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে কী ভাবে সচেতনতা অবলম্বন করতে হবে তা নিয়ে এ দিনের সভায় বিস্তারিত আলোচনা করেন ব্যাঙ্কের আধিকারিক ও কর্মীরা।
Be First to Comment