অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : প্রচারে বেরিয়ে তৃণমূলের ক্ষোভের মুখে দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার সকালে চা চক্রে বেরিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল বিজেপি নেতাকে। যা ঘিরে তুমুল উত্তেজনা।
ঘটনায় প্রকাশ, এ দিন দুর্গাপুরে ফুলঝোড় মোড়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। এমএএমসি টাউনশিপে প্রাতঃভ্রমণ সেরে ফুলঝোড় মোড়ে চায়ে পে চর্চায় যোগ দেন তিনি। তখন কয়েকজন এসে ‘জয় বাংলা’, ‘দিলীপ ঘোষ দূর হটো’ স্লোগান দিতে থাকেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে খবর। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। এর পরেই বিজেপি কর্মীরা সটান চলে যান থানায়। জোর করে ভিতরে ঢুকে পড়েন কয়েকজন। ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের।

বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় সাফ জানান, “আমাদের কর্মীদের আক্রমণ করছে তৃণমূলের গুন্ডাবাহিনী। আর, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশের কোনো ভূমিকা নেই।” তাঁর অভিযোগ, পুরো ঘটনায় স্পষ্ট, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে প্রচার করতে দিতে রাজি নয় তৃণমূল।
তৃণমূলের বক্তব্য, তাদের কেউ বিজেপিকে আক্রমণ করেনি। দিলীপ ঘোষের সামনে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন কয়েকজন। তখনই বিজেপির লোকজন উত্তেজিত হয়ে অনভিপ্রেত ঘটনা ঘটায়।
এ দিনের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তাই কয়েকজন মহিলা এসেছিল ঝামেলা করতে।” বিজেপি নেতৃত্বের দাবি, চায়ে পে চর্চা-তে বহু মানুষ জমায়েত হয় ওই এলাকায়। তৃণমূলের একটা অংশ এটাকে ভালোভাবে নিতে পারছে না। তৃণমূলের সমর্থকরা দিলীপ ঘোষের কথা শুনতে যাচ্ছেন, এটা তারা মেনে নিতে পারছেন না, সে কারণেই হয়তো পরিকল্পনা করে এই ঘটনা।




Be First to Comment