অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : ভোটের প্রচারে বেরিয়ে “উত্তরবঙ্গে হওয়া প্রাকৃতিক দুর্যোগকে বিজেপির ঝড় ” বলে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, “উত্তরবঙ্গে প্রথম ভোট তো, তাই সেখানে এই ঝড় উঠেছে। এতে সব তছনছ হয়ে গেছে । এরপরেই তাঁর সংযত মন্তব্য, এখন আবহাওয়া খুব খারাপ। তবে উত্তরবঙ্গে এমন ঝড় সাধারণত দেখা যায় না। এখন রাজ্য সরকারের উচিত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। আশা করি, তারা তাদের কর্তব্য পালন করবে।”
পাশাপাশি তিনি বাম জমানার প্রসঙ্গ টেনে এই কেন্দ্রের সিপিএমের প্রার্থী সুকৃতি ঘোষালকে আক্রমণ করেন। তিনি বলেন, “আপনাদের এখানে মাটি খুঁড়লে কয়লা পাওয়া যায়। আর আমাদের মেদিনীপুরে মাটি খুঁড়লে হাড়গোড় আর বন্দুক মেলে।” এভাবে একদা লাল দূর্গ দুর্গাপুরে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সিপিএমকে এভাবেই বিঁধলেন। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে উঠে আসে সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের করা একটি মন্তব্য নিয়ে।
সম্প্রতি সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল বলেছেন, এখন সবকিছু দেখে শিক্ষিতরা আর রাজনীতিতে আসছেন না ।
তার উত্তরে দিলীপ ঘোষ কিছুটা সহমত পোষণ করেই বলেন, সবাইকেই তারজন্য পরিবেশ ভালো রাখতে হবে। কিন্তু তারপরেই বিজেপি প্রার্থী নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “দাঁত পড়ে গেলে নিরামিষাশী হতে হয়”। তিনি আরও বলেন, “সিপিএম জমানায় বর্ধমানের নেতারা কি দাপট দেখাতেন এবং কত কথা বলতেন। সব কি মানুষ ভুলে গেছে? মেদিনীপুরেও চরম অত্যাচার চালিয়েছে সিপিএম।”

” দিলীপ ঘোষ যেখানে, বিতর্ক সেখানে” এমন একটা মিথ বর্তমানে বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মন্তব্য করায় সোমবারই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ভর্ৎসনা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
এবারের লোকসভা নির্বাচনে দুর্গাপুর শিল্পাঞ্চলে ভোট প্রচারে এইভাবেই উত্তাপ বেড়ে চলেছে তৃণমুল ও বিজেপির মধ্যে । বিজেপি প্রার্থী একেবারে প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে কথা বলে বিতর্ক শুরু করেছিলেন । তারপর থেকে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের প্রার্থীর মধ্যে শুরু হয়েছে জোর বাকযুদ্ধ। তবে সিপিএম প্রার্থী প্রথম থেকেই বাক যুদ্ধ এড়িয়ে নিজের হয়ে প্রচার শুরু করেছেন।




Be First to Comment