অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : রথ দেখাও হল, সঙ্গে কলা বেচাও। অর্থাৎ এক সুযোগে দু-দুটি কাজ করে ফেললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ।
কর্মসূচি অনুযায়ী আজ শনিবার দুপুর ১২:৩০ দুর্গাপুর আদালতে আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করার জন্য একটি মামলা হয়েছিল । সেই মামলার ডেট ছিল আজই । সেই মামলাটি দুর্গাপুর আদালতে ওঠে। অতিরিক্ত মুখ্য জেলা বিচারক অসীমানন্দ মন্ডলের এজলাসে হাজিরা দেন দিলীপবাবু ।
তাঁর আইনজীবী বিচারকের সামনে পুরো ঘটনা তুলে ধরেন এবং যথারীতি জামিনের আর্জি জানান। সরকারের পক্ষের আইনজীবী এই জামিনের বিরোধিতা করেননি। বিচারক জামিন মঞ্জুর করেন।এরপর আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দিলীপবাবু বলেন, আমি যেখানেই যাই সেখানেই মামলা দিয়ে স্বাগত জানানো হয় আমাকে। এখানেও আমার নামে মামলা হয়েছে। তারপরই বলেন, আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায়। আমাকে আবার কষ্ট করে আদালতে আসতে হয়। নির্বাচন কমিশনের নোটিশ এসেছিল। তার জামিন নিতে এসেছিলাম। একবার হাজিরা দিতে হয়।তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ অভিযোগ তুলে বলেছিলেন, “মহিলাদের অপমান করার শাস্তি পাচ্ছে দিলীপ ঘোষ।” এর জবাবে দিলীপ ঘোষ বলেন, “৪ জুনের পর দেখা যাবে কে শাস্তি পাবে। যার সাথে দলের লোক নেই সে ডায়লগ মারলে কে শুনবে।”

পশ্চিমবঙ্গে ভোটে হিংসা প্রসঙ্গে তিনি বলেন, “গাজন হলে গাজনের বাজনা বাজে। পশ্চিমবঙ্গে নির্বাচন হলে গন্ডগোল হবেই। নির্বাচন কমিশন প্রথম থেকে কড়াকড়ি করছে। যারা গন্ডগোল করতো তারা অনাথ হয়ে যাবে। নির্বাচনের পরে তাদেরও থাকতে হবে। হিসাব হবে।”
এরপর দলীয় কর্মী ও আইনজীবীদের নিয়ে আদালত সংলগ্ন একটি হোটেলে মধ্যাহ্নভোজ করেন ।




Be First to Comment