অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: কুলটির বিধায়ক ডা. অজয় পোদ্দারের নেতৃত্বে শুক্রবার বিজেপি কর্মীরা সীতারামপুর কুমারডিহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের খুনের ঘটনার প্রতিবাদে ধরনা বিক্ষোভ দেখানো হয়।
এই বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে কুলটি বিধায়ক বলেন, “রাজ্যে মহিলারা নিরাপদ নয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবাংলায় প্রতিদিনই নারীদের সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে চলেছে । আমি নিজে একজন ডাক্তার। আমি রাজ্য বিজেপি সংগঠনের নির্দেশ মতো সামাজিক কর্মীদেরকে সঙ্গে নিয়ে মহিলা ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিরোধিতা করছি।”
জেলা বিজেপির সহ-সভাপতি তথা এদিনের কর্মসূচির অন্যতম উদ্যোক্তা কেশব পোদ্দার বলেন, বিজেপি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সীতারামপুর কুমারডিহা স্বাস্থ্য কেন্দ্রে এদিনের বিক্ষোভের সঞ্চালনা করেন কুলটি বিধানসভার মন্ডল সহ-সভাপতি টিঙ্কু ভার্মা।
এই বিক্ষোভে কুলটি বিধানসভা বিজেপি মণ্ডল-১ সভাপতি সঞ্জু ঘোষ, কুলটি মণ্ডল-২ সভাপতি মনমোহন রায়, মণ্ডল-৩ সভাপতি অমর প্রসাদ, মণ্ডল-৪ সহ সভাপতি কাজল দাস, কুলটি মণ্ডল-৩ সহ সভাপতি কবি সিং, মণ্ডল-২ সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, গোপাল মাঝি, মহিলা মোর্চার জেলা সাধারণ সম্পাদক রূপা দাস, লক্ষী হাঁসদা, সুমিত্রা হেমব্রম , দিলীপ গুপ্ত, সোনু চৌরাসিয়া, বিধানসভা ইনচার্জ সঞ্জয় পাল, সমীর বাগদি, অজয় বাউরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




Be First to Comment