উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এক রাসায়নিক কারখানার গুদামে বিধ্বংসী আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইঞ্জিন কাজ করে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, বহু দূর থেকে তা দেখা যাচ্ছিল।
প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। গুদামে রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও, হতাহতের খবর মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।





Be First to Comment