Press "Enter" to skip to content

৫ দফা দাবিকে সামনে রেখে সুন্দরবনের বন দফতরের চুলকাটি ক্যাম্পে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি মৎস্যজীবী সংগঠনের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বৃহস্পতিবার সুন্দরবনের বন দফতরের রামগঙ্গা রেঞ্জের অন্তর্গত চুলকাটি ক্যাম্পে পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি হয়ে গেল।এ দিন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মৎস্যজীবী মৎস্যযান নিয়ে এই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছিলেন।

এ দিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা, সহ সভাপতি অমল শাউ সহ অন্যান্যরা। এদিন এই বিষয়ে সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা বলেন, “আমরা ৫ দফা দাবিকে সামনে রেখে এদিন এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করি।আমরা গত ২০ আগস্ট চুলকাটি ক্যাম্পে লিখিতভাবে এদিনের কর্মসূচি জানানোর পরেও এদিন এসে আমরা দেখি চুলকাটি ক্যাম্পের ভিতরে বাইরে তালা বন্ধ। এর পরে আমরা চুলকাটি ক্যাম্প এবং সংলগ্ন নদী অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করি”।

তিনি বলেন, “আমাদের দাবিগুলি হলো ১) সুন্দরবনের নদী ও খাঁড়িতে মাছ ও কাঁংড়া ধরার অধিকার বহাল রাখতে হবে।২) যে সমস্ত মৎস্যজীবীদের মাছধরা বন্ধ করা হয়েছে তাদের বিকল্প কাজের ব্যবস্থা সরকারকে করতে হবে।৩)সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ, কুমির,হিংস্র জন্তু, প্রাকৃতিক দুর্যোগের দ্বারা মৃত মৎস্যজীবী পরিবারের একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে।৪) বন দপ্তরের অত্যাচার, জুলুম হয়রানি ও জরিমানা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।এবং ৫) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাচারিত ও নিহত ডাক্তারের বিচার অতি দ্রুত সম্পন্ন করে,এই ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে”।

সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি অমল শাউ বলেন, “আগামী ৪ সেপ্টেম্বর থেকে লাগাতার সুন্দরবনের বন দফতরের সমস্ত রেঞ্জ অফিস, বিট অফিসে উল্লেখিত দাবির ভিত্তিতে লাগাতার বিক্ষোভ কর্মসূচি করব।”

এ দিনের এই কর্মসূচিতে রায়দিঘি, পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, ক্যানিং, বাসন্তী, গোসাবা থেকে পাঁচ শতাধিক মৎস্যযান-সহ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *